বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় আবেদনের যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের যোগ্যতা যাচাই করুন!
সশস্ত্রবাহিনীতে যোগদানের ক্ষেত্রে থাকে নানাধরনের যোগ্যতার মাপকাঠিঃ বয়স, উচ্চতা, জিপিএ কিংবা বুকের মাপ – এর সবকিছু সার্কুলার এর মানদণ্ডের সাথে মিললে তবেই কেবল একজন প্রার্থী সশস্ত্রবাহিনীতে আবেদন করতে পারে। আইএসএসবির বিভিন্ন বিষয়ে যোগ্যতার মানদণ্ডের কনফিউশান দূর করতে প্রথমবারের মত আমরা নিয়ে এলাম এলিজিবিলিটি চেকার। আপনার তথ্য দিলে এবার স্বয়ংক্রিয় পদ্ধতিই জানিয়ে দিবে আপনি কি আবেদন করতে পারবেন কিনা। দেরি না করে এখনই জেনে নিন আপনার ইলিজিবিলিটির অবস্থা!