আপনাদের জিজ্ঞাসা

আইএসএসবি কি?
সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ পেতে পার হতে হয় বেশ কয়েকটি ধাপ। প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হয় ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (আইএসএসবি) পরীক্ষায়।
কখন আইএসএসবি দেওয়া যায়?

এইচএসসির পরে এবং গ্র্যাজুয়েশনের পরে। 

আইএসএসবি কতদিন ধরে হয়?

চারদিন

শিক্ষাগত যোগ্যতা কী?
  • আর্মি: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫
  • O’ Level minimum 2 A’s, 3 B’s, 1 C’ & ‘A’ Level minimum 1 A’, 1 Β’
  • নেভি: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.৫
  • O’ Level – 3 A’s, 3 B’s & ‘A’ Level – Minimum 2 B’s
  • (Math & Physics compulsory in both exams)
আবেদন করার ন্যূনতম বয়স কত?
  • আর্মি: ১৬.৫-২১ বছর 
  • নেভি: ১৬.৫-২১ বছর 
  • এয়ার ফোর্স: ১৬.৫-২২ বছর
কত উচ্চতার হলে আবেদন করা যায়?
  • আর্মি: পুরুষ- ন্যূনতম ৫’৪” নারী- ৫’১” 
  • নেভি: পুরুষ- ন্যূনতম ৫’৪” নারী- ৫’২” 
  • এয়ার ফোর্স: পুরুষ- ন্যূনতম ৫’৪” নারী- ৫’২”
ওজন কত হতে হয়?
  • আর্মি: পুরুষ- ৫৪ কেজি
    নারী- ৪৬ কেজি
  • নেভি: পুরুষ- ৫০ কেজি
    নারী- ৪৭ কেজি
  • এয়ার ফোর্স: BAF এর বয়স ও উচ্চতার চার্ট অনুযায়ী হতে হবে
আমি ঢাকার বাইরে থাকি। সেক্ষেত্রে কিভাবে কোর্সটি করবো?

আপনি চাইলে ঢাকায় এসে আমাদের একাডেমির পাশেই আমাদের নিজস্ব হোস্টেল, গ্রিন হ্যাভেন সুপার হোস্টেলে আবাসিক ভাবে থাকতে পারেন। আমাদের হোস্টেলে উচ্চ নিরাপত্তাব্যবস্থা সহ, থাকা – খাওয়ার সুব্যবস্থা রয়েছে।

আমি আইএসএসবিতে আগের বার রেড কার্ড পেয়েছি। আমি কি এখন রেগুলার ক্যাডেট ব্যাচে ভর্তি হবো?

যারা রেড কার্ড পেয়েছেন বা স্ক্রিন্ড আউট হয়েছেন, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল কোর্স।

একজন কতবার আইএসএসবি দিতে পারে?

একজন প্রার্থী একবার রেডকার্ড পেলে ৬ মাস পরে আরেকবার আই এস এস বি দিতে পারে এবং পরপর দুইবার রেডকার্ড পেলে পরবর্তীতে আবার ৫ বছর পরে শর্ট কোর্সে আবেদন করা যায়।

Scroll to Top

অভিনন্দন! আপনার সাবমিশন সফল হয়েছে।

আমাদের একজন প্রতিনিধি খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবেন।