আমাদের সম্পর্কে জানুন
সশস্ত্রবাহিনীর ইউনিফর্ম পরে দেশের সেবা করার স্বপ্ন তো অনেকেই দেখেন। কিন্তু এই সেবা করার প্রক্রিয়া সম্পর্কে সীমিত জ্ঞান ও গাইডলাইন থাকায়, অনেকেই অফিসার ক্যাডেট হওয়ার দৌড়ে ছিটকে যান।
তাই আপনার ISSB প্রস্তুতি আরো শাণিত করার লক্ষ্যে ঢাকা সেনানিবাসের অদূরে মিরপুর ১৪ তে যাত্রা শুরু করেছি আমরা, Commander Defence Academy। যেখানে আপনাকে সরাসরি ট্রেইন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন অফিসারবৃন্দগণ!
লং কোর্স, শর্ট কোর্স, প্রিলিমিনারি কোর্স, রেড কার্ড ও স্ক্রিন্ড আউট স্পেশাল কোর্স– সবকিছুরই অফলাইন ও অনলাইন ক্লাসের সুযোগ রয়েছে আমাদের এখানে। তাই আর দেরি কিসের? আজই ভর্তি হয়ে যান আপনার কাঙ্ক্ষিত কোর্সে৷ আপনার ISSB প্রস্তুতিতে পাশে আছি আমরা; আপনার স্বপ্ন বিনির্মাণের বিশ্বস্ত সহযোগী, Commander Defence Academy!
চেয়ারম্যান মহোদয়ের বার্তা
প্রথমেই আমি আমার সকল প্রতিভাবান এবং চ্যালেঞ্জিং প্রার্থীদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমরা এমন একটা ডিফেন্স একাডেমি গড়ে তুলতে চাই যেখানে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের জন্য যারা নিজেদেরকে অফিসার ক্যাডেট হিসেবে প্রস্তুত করতে চান তারা পূর্ণাঙ্গ অনুশীলন ও গাইডলাইন পাবেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর অনেকের মধ্যেই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বোর্ডের নির্বাচন পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বিশেষ অভিজ্ঞতা এবং ধারণার অভাবে সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায় রুপ দেওয়া যায় না।
তাই সম্ভাবনাময় এসব প্রার্থীদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা প্রতিষ্ঠা করেছি এই কমান্ডার ডিফেন্স একাডেমি। এই একাডেমি আপনার জ্ঞানকে সমৃদ্ধ তো করবেই একই সাথে আপনার নেতৃত্বের গুণাবলী কে উন্নত করবে যুক্তি দিয়ে কথা বলার দক্ষতা বৃদ্ধি করবে এবং চিন্তাশক্তি বিকশিত করে যোগ্য অফিসার ক্যাডেট হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তা সবই করবে । ফলে বাংলাদেশ ডিফেন্স সার্ভিসের একজন অফিসার ক্যাডেট ও পরবর্তীতে অফিসার হিসেবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত এবং দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারবেন। পরিশেষে চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হিসেবে কে আমাদের পরিবারের একটি অংশ হয়ে আপনার উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য সুতি এবং উৎসর্গের অভিজ্ঞতা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।আমাদের মূল মন্ত্র হলো ” প্রস্তুত হোন এবং সফল হোন” । আপনার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।
“আপনার স্বপ্ন বিনির্মাণে আমরা হতে চাই বিশ্বস্ত সহযোগী “
ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মো: আকরামুল হক
এসপিপি, পিএসসি (অব:)
চেয়ারম্যান
কমান্ডার ডিফেন্স একাডেমী
আমাদের টিম
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক, এস পি পি, পি এস সি (অবঃ)
কমান্ডার ডিফেন্স একাডেমি
লেঃ কঃ মোঃ আবু তাসনিম (অবঃ)
কমান্ডার ডিফেন্স একাডেমি
মোঃ আবদুর রউফ
কমান্ডার ডিফেন্স একাডেমি
রাকিব শাহরিয়ার রিমেন
কমান্ডার ডিফেন্স একাডেমি
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আজহারুল ইসলাম (অবঃ)
কমান্ডার ডিফেন্স একাডেমি
সার্জেন্ট মোঃ আরিফুল ইসলাম (অবঃ)
কমান্ডার ডিফেন্স একাডেমি
সার্জেন্ট মোঃ আমিনুল ইসলাম (অবঃ)
কমান্ডার ডিফেন্স একাডেমি
মোঃ জহুরুল ইসলাম
কমান্ডার ডিফেন্স একাডেমি
আমাদের সম্পর্কে ছাত্ররা যা মনে করেন
আমাদের ইন্সট্রাকটর স্যার বেশ বন্ধুসুলভ এবং আমাদের উন্নতির জন্য প্রচুর সময় এবং শ্রম দিয়ে থাকেন। একাডেমির গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ট্রেনিং পার্টটা আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছে। আমি এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞ।
নিবিড় তত্ত্বাবধানে নিজেকে আই এস এস বির জন্য তৈরি করার লক্ষ্যেই কমান্ডার ডিফেন্স একাডেমিকে বেছে নেই। এখানের তিনটি বিষয় আমাকে মুগ্ধ করেছেঃ ১/ রেগুলারিটি ২/ সুন্দর প্ল্যানিং ৩/ সকলের প্রতি সমান মনোযোগ এবং যত্ন। এই একাডেমির সবাই স্টুডেন্টদের প্রতি বেশ যত্নশীল, যা কমান্ডার ডিফেন্স একাডেমীকে সবার থেকে আলাদ করে।
মোঃ মিরাজুল ইসলাম আই এস এস বি ক্যান্ডিডেট/ ৯৩ দীর্ঘমেয়াদী কোর্স, বাংলাদেশ সেনাবাহিনী
ISSB তে চান্স পাবার লক্ষ্যেই মূলত আমার কমান্ডার ডিফেন্স একাডেমিতে আসা। শেখার জন্য যে পরিবেশ দরকার তা এখানে বিদ্যমান এবং আমাদের শিক্ষকবৃন্দও আমাদের প্রতি বেশ আন্তরিক! স্যার নিজে ধরে ধরে আমাদের ভুলগুলো শুধরে দেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করেন।
মালিহা পারভীন আই এস এস বি ক্যান্ডিডেট/ ৯৩ দীর্ঘমেয়াদী কোর্স, বাংলাদেশ সেনাবাহিনী